আগরতলা , ২৪ সেপ্টেম্বর।। সম্প্রতি পুর নিগম সম্পদ কর বৃদ্ধি করেছে। পুর নিগমের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বামফ্রন্ট। রবিবার এক সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের আহ্বায়ক নারায়ন কর এবং সিপিআইএম নেতা মানিক দে সম্পদ কর বৃদ্ধির নোটিশ অবিলম্বে স্থগিত করার দাবী জানিয়েছেন। এদিন মানিক দে বলেন, মানুষের আয় উপার্জন একই রয়েছে। তবে প্রতিনিয়ত করের বোঝা বাড়াচ্ছে। ফলে সাধারন দিনমজুর মানুষের নাভিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, এভাবে এক লাফে কর বৃদ্ধি করলে হয় না। মাপ ঝোক করে প্রত্যেকটি বিষয় বিবেচনা করে এই কর বৃদ্ধি করতে হয়। তাই এই কর বৃদ্ধির নোটিশের বিরোধিতা করছে সিপিআইএম। তিনি বলেন কোন পদ্ধতির উপর ভিত্তি করে এই কর বৃদ্ধি করা হল সেই বিষয়ে কোনো তথ্যই নেই।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত নারায়ন কর বলেছেন, আগরতলাবাসীকে ঘুমে রেখে পুর নিগম সম্পদ কর বৃদ্ধি করেছে। বৃদ্ধি করা সম্পদ কর না দিলে জরিমানা আদায় করা হবে বলেও জানানো হয়েছে। তিনি বলেন, বর্তমান শারদোৎসবের মরসুমে মানুষের হাতে কাজ নেই, বাজার মন্দা। এই অবস্থায় সম্পদ কর কয়েক গুন বৃদ্ধি করা হয়েছে। সেন এই কর এত গুন বৃদ্ধি করা হয়েছে তার জন্য রাজ্য সরকার ও পুর নিগমের কাছে জবাব চেয়েছেন তিনি। তিনি আরও বলেন, রাস্তা ঘাট বিভিন্ন জায়গায় ভগ্নদশায়, ড্রেনের নিষ্কাশন ব্যবস্থা তলানীতে, পুর নিগম এলাকায় মশার উপদ্রব, সেই দিকে কোনো লক্ষ্য নেই পুর নিগমের। এমনই অভিযোগ করেছেন তিনি। তিনি বলেন মানুষের সম্পদের পরিমান বিবেচনা না করে কর বৃদ্ধি করা অপরাধ। অবিলম্বে এই সম্পদ কর বৃদ্ধির নোটিশ প্রত্যাহার করার দাবী জানিয়েছে সিপিআইএম।