কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি স)। রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে ফের আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গান্ধী মূর্তির পাদদেশে যেখানে দীর্ঘদিন ধরে এসএসসি ‘পরীক্ষায় উত্তীর্ণ’ কর্মপ্রার্থীরা বিক্ষোভ করছেন, শনিবার তার পাশেই তৃণমূল সমর্থিত শিক্ষকদের এক সমাবেশে তিনি ভাষণ দেন। যদিও কর্মপ্রার্থীদের কাছে যাননি ব্রাত্য বসু।
শিক্ষামন্ত্রী এদিন বলেন, ‘রাজভবনে কবি বসে আছেন। এই কবি কামার বা কুমোরের নয়, এই কবি রাজার। দুটো দর্শনের লড়াই চলছে, একদল কুক্ষিগত করতে চায়। একদল বলতে চায়, আমি চালভাজা, আমিই মুড়ি। একটা সাদা হাতির মতো পদ রাখার কী যৌক্তিকতা আছে?’
এই সঙ্গে রাজ্যপালের বিরুদ্ধে বড় রকমের আন্দোলন শুরু হতে যাচ্ছে বলে প্রকাশ্যেই মন্তব্য করেন। যদিও ওই আন্দোলন কবে থেকে শুরু হবে, বা কী ধরণের হবে— তা নিরে এদিন তিনি মন্তব্য করতে চাননি।