আগরতলা, ২৩ সেপ্টেম্বর: বিদ্যুৎ পরিষেবা নিয়ে গ্রাহকদের ভোগান্তি কোনভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না ফেডকো। ফেডকোর হাতে বামুটিয়া এলাকার বিদ্যুৎ পরিষেবার দায়িত্বভার তুলে দেওয়ার পর থেকেই বিদ্যুৎ পরিষেবার যন্ত্রণায় মাথার চুল ছেড়া আর কোন পথ দেখছে না ভোক্তারা। এই বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে গ্রাহকদের প্রশ্ন পয়সা দিয়ে এই যন্ত্রনা ঘরে কিনে আনার কি মানে? বিদ্যুৎ পরিষেবাকে কেন্দ্র করে বামুটিয়া বাসীর মুখে একটাই বক্তব্য “দিনে ৩২ বার কারেন্ট জায়গা”।
বামুটিয়াতে ৩৩ কেভি বিদ্যুৎ সাব স্টেশন হওয়ার আগে ফেডকো আধিকারিকদের দাবি ছিল বামুটিয়াতে পৃথক বিদ্যুৎ সাব স্টেশন হলে বিদ্যুৎ চলে যাওয়ার সমস্যা একেবারেই কমে যাবে। বিদ্যুৎ সাবস্টেশন হলো।
বিদ্যুৎ চলে যাওয়া বন্ধ না হলেও যারা এই প্রতিশ্রুতি দিয়েছিলেন উনারা বামুটিয়ার ফেডকো দপ্তর থেকে অন্যত্র চলে গেছেন। গ্রাহকদের অভিযোগ প্রতিদিন কিছুক্ষণ পর পর বিদ্যুৎ বিভ্রাট দেখা দিচ্ছে।
যার ফলে কোন কাজ সঠিকভাবে করা সম্ভব হচ্ছে না। এলাকায় বহু কাজ রয়েছে যে কাজগুলো প্রতিনিয়ত বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে বেশ সমস্যায় পড়তে হয় উক্ত কাজের সাথে যুক্তদের।
রাইস মেইল, প্রিন্টিং শপ, গ্রিলের দোকান, আইসক্রিম ফ্যাক্টরি, ওয়াটার পাম্প, বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ব্যবহৃত প্রজেক্টর, চিকিৎসা পরিষেবা এই ধরনের বহু কর্মক্ষেত্র সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে। বিশেষ করে
কলকলিয়া,তালতলার গান্ধীপাড়া, এই সমস্ত এলাকায় নিয়মিত বিদ্যুতের সমস্যায় নাজেহাল মানুষ। স্থানীয়দের দাবি সরকার বামুটিয়া এলাকার বিদ্যুৎ পরিষেবার হাল ফেরাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক।