ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর।। কিছুটা পিছিয়ে পড়লো ত্রিপুরা। জাতীয় অনূর্ধ্ব-৭ দাবা প্রতিযোগিতায়। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনের মিলনায়তনে শুক্রবার আসরের তৃতীয় এবং চতুর্থ রাউন্ডের খেলা হয়। ৪ রাউন্ড শেষে মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু শুভায়ন দাস আড়াই পয়েন্ট নিয়ে ত্রিপুরার দাবাড়ুদের মধ্যে শীর্ষে রয়েছে। তৃতীয় রাউন্ডে দুর্দান্ত জয় পাওযার পর চতুর্থ রাউন্ডে পরাজিত হয়ে কিছুটা পিছিয়ে পড়ে শুভায়ন। রাজ্যের অন্য দাবাড়ুদের মধ্যে দেবরাজ ভট্টাচার্য এবং রোহিল সাহা-র পয়েন্ট ২, কানিষ্ক চৌধুরি ও অবান্তিকা চৌধুরির পয়েন্ট ১। আগামীকাল পঞ্চম এবং ষষ্ঠ রাউন্ডের খেলা হবে। প্রসঙ্গত: আসরের উদ্যোক্তা সারা বাংলা দাবা সংস্থা। সহযোগিতায় রয়েছে দাবা ফেডারেশন।
2023-09-22

