BRAKING NEWS

বনধের হুমকি তিপ্রামথার, সকল তিপ্রাসাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রদ্যুতের

আগরতলা, ২২ সেপ্টেম্বর।। বনধের হুমকি তিপ্রা মথার। শুক্রবার দলীয় নেতৃত্বদের নিয়ে বৈঠক শেষে প্রদ্যুত কিশোর বলেন, কেন্দ্রীয় সরকার তিপ্রা মথার দাবীগুলি নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখছে। তিনি দাবী করেন গৃহমন্ত্রী অমিত শাহ তিপ্রাসাদের দাবিগুলি নিয়ে ইতিবাচক চিন্তাধারা করছেন।  তাই সমস্ত তিপ্রাসাদের একজোটে আন্দোলনে নামার আহ্বান করেছেন তিনি। এদিন  প্রদ্যুত কিশোর এও বলেন, তিপ্রাসাদের দাবিগুলি পূরণ করার জন্য সরকারের উপর চাপ বজায় রাখতে হবে। আর সেই কারনেই তারা বনধের পথে হাঁটছেন বলে জানিয়েছেন। যদিও বনধের দিনক্ষন এখনো জানানো হয়নি। তবে সকল তিপ্রাসাদের একজোট করতে ফের একবার জোর চেষ্টা চালাচ্ছে তিপ্রা মথা দল, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে দলের ভাঙনের ফলে তিপ্রাসাকে কতটুকু ঐক্যবদ্ধ করা সম্ভব হবে তা নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *