গণেশ চতুর্থী উৎসবে অংশ নিলেন শিবরাজ, দেশ ও রাজ্যের মঙ্গল কামনায় রলেন প্রার্থনা

ভোপাল, ১৯ সেপ্টেম্বর (হি.স.): গণেশ চতুর্থী উৎসবে অংশ নিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মঙ্গলবার সকালে ভোপালে গণেশ চতুর্থী উৎসবে অংশ নেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। পরিবারের সদস্যদের সঙ্গে গণেশ চতুর্থী উপলক্ষ্যে ভগবান গণেশের মূর্তি বাড়িতে নিয়ে আসেন শিবরাজ সিং চৌহান। জানান, দেশ ও রাজ্যের মঙ্গল কামনায় ভগবান গণেশের কাছে প্রার্থনা করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, “গণেশজির আশীর্বাদ সবার উপর বর্ষিত হবে, তিনি সকলের জীবন থেকে সমস্ত বেদনা দূর করে সুখ ও শান্তি বর্ষণ করবেন। আমাদের দেশ ও রাজ্য ক্রমাগত উন্নয়নের পথে এগিয়ে চলুক, এটাই আমার প্রার্থনা।”