ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর।। লখনউ শহরে আয়োজিত হয়েছিল ডেভিস কাপ টেনিস ইন্ডিয়া বনাম মরক্কো। ইন্ডিয়ান খেলোয়াড়রা দুর্দান্ত খেলে ৪ – ১ ব্যাবধানে মরক্কো কে পরাজিত করে দেশের নাম উজ্জ্বল করেছেন। সদ্য সমাপ্ত ইউ এস ওপেন টুর্নামেন্টের ডাবলস বিভাগে ৪৩.৬ বছর বয়সে ফাইনালে গিয়ে দেশের নাম উজ্জ্বল করেছেন রোহান ভূপান্না। শুধু তাই নয় ডেভিস কাপ খেলায় উনার দুর্দান্ত খেলার ফলে ভারত জয় লাভ করেছে যা সত্যিই আনন্দের বিষয়। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন এর উদ্যোগে রোহান ভূপান্নকে সম্বর্ধনাও দেওয়া হয়েছে।
টিম ইন্ডিয়ার এই জয় লাভ তৎসঙ্গে রোহান ভূপান্নার এই বিশ্ব রেকর্ডের জন্য ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন এর তরফে অভিনন্দন জানানো হয়েছে। প্রত্যাশা করছেন আগামী দিনে টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা আরও ভালো খেলবেন। দেশের টেনিস খেলোয়াড়দের ভবিষৎ প্রজন্ম তৈরী করতে অনুপ্রেরণা যোগাবে। ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক অরূপ রতন সাহা এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।