নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): নিজের কাজ শুরু করে দিয়েছে ভারতের প্রথম সৌরযান আদিত্য-এল ১। সোমবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, আদিত্য-এল ১ বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা শুরু করেছে। আদিত্য-এল ১-এ থাকা এসটিইপিএস যন্ত্রের সেন্সরগুলি পৃথিবী থেকে ৫০ হাজার কিলোমিটারেরও বেশি দূরে সুপার-থার্মাল এবং শক্তিশালী আয়ন এবং ইলেকট্রন পরিমাপ করা শুরু করেছে।
ইসরো সোমবার সামাজিক মাধ্যম এক্স-এ জানিয়েছে, এই তথ্য বিজ্ঞানীদের পৃথিবীর চারপাশের কণার আচরণ বিশ্লেষণ করতে সাহায্য করে। উল্লেখ্য, সূর্যকে অন্বেষণের আকাঙ্খায় নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে চলেছে ভারতের সৌরযান আদিত্য-এল ১। এর আগে গত ১৫ সেপ্টেম্বর চতুর্থবার কক্ষপথ বদল করেছে আদিত্য-এল ১। সূর্যের পথে আদিত্য-এল ১-এর পরবর্তী কক্ষপথ পরিবর্তন করা হবে ১৯ সেপ্টেম্বর, ভোররাত ০২.০০ মিনিট নাগাদ।