আগরতলা, ১৭ সেপ্টেম্বর।। দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের উন্নয়ন নিয়ে কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। শনিবারই দিল্লিতে প্রধানমন্ত্রী মন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী। রবিবার তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, রাজ্যের দুটি কেন্দ্রে কিছুদিন আগেই উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই দুটি কেন্দ্রে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করেছে। দুটি কেন্দ্রে জয়লাভের জন্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী এই জয়ের ভূয়সী প্রশংসা করেছেন। আগামীদিনে কিভাবে কাজ করতে হবে সেই বিষয়েও কথা বলেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ডাঃ মানিক সাহার কথায়, ত্রিপুরায় বর্তমানে প্রচুর বিনিয়োগকারী সংস্থা আসতে চাইছে। বর্তমানে ত্রিপুরার উন্নয়ন অগ্রগতির পথে। সেই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন কথা হয়েছে। এছাড়াও রাজ্য সরকার কিকি কাজ করছে এবং আগামী দিনে কিকি পরিকল্পনা রয়েছে সেই বিষয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময়েই বলেন, সবাইকে নিয়ে এগিয়ে যেতে, রাজ্যের মানুষের সমস্যা সমাধানের উদ্দেশ্যে কাজ করতে। সেই দিশাতেই সরকার কাজ করছে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।