BRAKING NEWS

বিনা চিকিৎসায় মৃত্যু সাব – ইন্সপেক্টরের, হাসপাতালের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ

আগরতলা, ১৫ সেপ্টেম্বর : বিনা চিকিৎসায় গোমতী জেলা হাসপাতালে মৃত্যু এক সাব-ইন্সপেক্টরের। গোমতি জেলা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে আবারও কর্তব্যে গাফিলতি ও বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর গুরতর অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার গোমতী জেলা হাসপাতাল চত্বরে ক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় মুহূর্তেই। মৃত সাব ইন্সপেক্টরের পুত্রবধূ আঙ্গুল তুললেন জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার দিকে। 

ঘটনার বিবরণে জানা গেছে, উদয়পুর পুলিশ লাইন এলাকার বাসিন্দা গৌরাঙ্গ দেববর্মা(৫৮)রইস্যাবাড়ি থানায় কর্মরত ছিলেন। শুক্রবার নিজ বাড়িতে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। সাথে সাথে পরিবারের লোকজন তাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। গৌরাঙ্গ দেববর্মার পুত্রবধূর অভিযোগ গুরুতর অসুস্থ অবস্থায় গৌরাঙ্গ দেববর্মাকে হাসপাতালে নিয়ে আসার পর ওনারা কোন পরিষেবা পাননি। দেখা মিলেনি চিকিৎসকের। বারেবারে ওনারা ছুটে গেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিকট। কিন্তু পরিষেবা প্রদানের নামে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা তাদেরকে হয়রানি করেছে বলে অভিযোগ। শেষ পর্যন্ত একজন স্বাস্থ্যকর্মী এসে গৌরাঙ্গ দেববর্মাকে সেলাইন লাগিয়ে দিয়ে যায়। সেলাইন লাগানোর পরেই নাকি মৃত্যুর কোলে ঢলে পরে গৌরাঙ্গ দেববর্মা।এমনই অভিযোগ।  গৌরাঙ্গ দেববর্মার মৃত্যুর জন্য পরিবারের লোকজন এইদিন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের দায়ী করেছেন। প্রধান রেফারেল হাসপাতাল থেকে শুরু করে রাজ্যের জেলা ও মহকুমা হাসপাতালগুলির হালহকিকত যেন অত্যন্ত দুর্বল। দাবি উঠেছে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য একটি তদন্ত কমিটি গঠন করে ঘটনাটি খতিয়ে দেখার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *