BRAKING NEWS

আগে তিপ্রাসা, পরে দল, শরীরের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাবোঃ প্রদ্যুত কিশোর দেববর্মণ

আগরতলা,১৫ সেপ্টেম্বর ; রাজনীতির প্রয়োজন নেই, তিপ্রাসার ভবিষ্যৎ নিয়ে দিল্লিতে এক আওয়াজে কথা বলতে হবে। আগে তিপ্রাসার উন্নয়ন, তারপরে দল। নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিপ্রাসাদের জন্য লড়াই করতে চাই। শুক্রবার এই কথাগুলি বললেন প্রদ্যুত কিশোর দেববর্মা। এদিন রাজ্যে ফিরেছেন তিনি। এমবিবি বিমানবন্দরে তিনি বলেন, যারা দল ছেড়ে গেছেন তাদের অধিকার রয়েছে অন্য দলে যাওয়ার। তারা গেছেন এইটা তাদের ব্যক্তিগত বিষয়। তবে আলাদা আলাদাভাবে তিপ্রাসাদের দাবী নিয়ে দিল্লিতে কথা বলে কোনো লাভ নেই। দরকার একজোটে নিজেদের জনজাতিদের উন্নয়নে আওয়াজ তোলা। তিনি বলেন, এভাবে আলাদাভাবে লড়াই এর ফলে নিজেদের কোনো

উন্নতি হলেও জনজাতিদের কোনো উন্নতি হবে না। তিনি বলেন, তিপ্রাসাদের জন্য লড়াই অব্যাহত থাকবে শরীরের শেষ নিঃশ্বাস পর্যন্ত। তিনি বলেন তিপ্রা মথার আদর্শ সিপিআইএম এবং বিজেপির মত নয়। দলের আদর্শ এবং লড়াই গ্রেটার তিপরাল্যান্ডের জন্য বলে জানান তিপ্রা মথার সুপ্রিমো।তিনি আরো বলেন, বিরোধী দলে থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং শাসক দলের অন্যান্য নেতৃত্বেদের সাথে দেখা করা এতটা সহজ নয়। কারণ নেতৃত্বদের কাছে তিপ্রা মথা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ তিপ্রাসা।

উল্লেখ্য তিপ্রা মথা দলে ভাঙন অব্যাহত রাজ্যে। রাজনৈতিক মহলের মতে, নেতৃত্বের অভাবে ভুগছে দল। প্রতিদিন পাহাড়ের বিভিন্ন জায়গায় দলে দলে তিপ্রা মথা সমর্থকেরা অন্যান্য দলে যোগদান করেছেন। তিপ্রাল্যান্ড স্টেট পার্টি তিপ্রা মথা দল থেকে বেরিয়ে আলাদা সত্ত্বা নিয়ে উপজাতিদের সাংবিধানিক দাবী আদায়ের লক্ষ্যে লড়াই করবে বলে জানিয়েছেন তিপ্রাল্যান্ড স্টেট পার্টির নেতা শ্রীদাম দেববর্মা। তিনি দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। তবে প্রদ্যুত কিশোর দেববর্মণ এই বিষয়ে কোনো কিছুই বলতে নারাজ ছিলেন এদিন। তিনি বলেন, তিনি উপজাতিদের উন্নয়নে আওয়াজ তুলবেন, দল পরে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *