নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): আচমকাই আবহাওয়া বদলে গেল রাজধানী দিল্লিতে। শুক্রবার সকালে বৃষ্টির মধ্যেই ঘুম ভেঙেছে দিল্লিবাসীর, একইসঙ্গে বইতে থাকে দমকা হাওয়াও। সকাল থেকেই কালো মেঘে ঢেকে যায় জাতির রাজধানীর আকাশ। স্বস্তির বৃষ্টিপাত হয়েছে দিল্লি-এনসিআর অঞ্চলে। তবে বৃষ্টি দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি। যাইহোক বৃষ্টির ফলে দিল্লির কিছু অংশে জল জমে যায়, শ্লথ গতিতে চলাচল করে যানবাহন।
শুক্রবার মেঘলা আকাশ ও বৃষ্টির শব্দে ঘুম ভেঙেছে দিল্লিবাসীর। দিল্লি-এনসিআর অঞ্চলের কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হয়েছে। দিল্লির পাশাপাশি উত্তর প্রদেশের গাজিয়াবাদ, হরিয়ানার গুরুগ্রামেও বৃষ্টি হয়েছে এদিন সকালে। বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়াও বইতে থাকে। আচমকাই আবহাওয়ার এই পরিবর্তনে স্বস্তি পেলেন দিল্লিবাসী।