কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে সর্বত্র পূজিত হচ্ছেন মা। রাজ্যের প্রায় সর্বত্রই আজ দেবী কৌশিকী হিসেবে পূজিত হচ্ছেন। কৌশিকী অমাবস্যা অশুভ শক্তিকে নাশ করে, শুভ শক্তি প্রতিষ্ঠা করার তিথি। এই তিথিতে দেবী কৌশিকী রূপে অশুরিক শক্তি নিধন করে শুভশক্তি প্রতিস্থাপন করেন। এই তিথিতে সাধক বামদেব সিদ্ধিলাভ করেন। এই দিনটির বিশেষ মহত্ব থাকায় ভক্তদের ভেতরে ও বিশেষ পূজার্চনা করার ঝোঁক উপলক্ষিত হয়। ফলে বৃহস্পতিবার প্রতিটি কালীবাড়িতে ভক্তদের বিশেষ ভিড় পরিলক্ষিত হয়েছে। এদিন রাজধানীতেও বেশ কিছু বাড়িঘর, কালি মন্দিরে এই পুজা অনুষ্ঠিত হয়েছে।