আগরতলা, ১৪ সেপ্টেম্বর ৷৷ জেআরবিটি গ্রুপ-সি এর পরীক্ষায় সফল চাকুরীপ্রার্থীদের শুভেচ্ছা জানালেন মন্ত্রী রতনলাল নাথ। চাকুরী সংক্রান্ত বিভিন্ন বিষয় এদিন নিজ বক্তব্যে তুলে ধরেছেন তিনি। মন্ত্রী জেআরবিটি গ্রুপ-সি এর পরীক্ষা সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে জানান, জেআরবিটি গ্রুপ সি এর জন্য সর্বমোট ২৪১০ জনের শূন্যপদ ঘোষণা করেছিল। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, তার মধ্যে ১৯৮০ জনের পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে জেআরবিটি। মন্ত্রী আরও বলেন, ৪৩০ টি পদ এখনো খালি আছে। কেননা, এক্স সার্ভিসম্যান, পাম্প অপারেটর, দিব্যাঙ্গজন আরও বেশ কিছু পদে যে যে মানদণ্ড স্থির করা হয়েছিল সেগুলি পূরণ না হওয়ায় সেই পদগুলি খালি রয়ে গেছে।এছাড়াও জেআরবিটি গ্রুপ-ডি এর ফলাফল নিয়ে মন্ত্রী জানিয়েছেন, এমন অনেক চাকুরীপ্রার্থী রয়েছেন যারা কিনা গ্রুপ-সি এবং গ্রুপ ডি দুটোতেই আবেদন পত্র জমা দিয়েছেন। যারা গ্রুপ-সি তে চাকুরী পাবেন তারা কেউই আর গ্রুপ ডি এর পদে যোগ দিতে যাবেন না। ফলে গ্রুপ-ডি এর পদ খালি থাকবে। তাই গ্রুপ-সি এর নিয়োগ প্রক্রিয়া শেষ হলেই গ্রুপ ডি এর ফলাফল জানানো হবে বলে জানিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ। এদিন জেআরবিটি পরীক্ষায় বহিঃরাজ্য থেকে আসা উত্তীর্ণ ব্যক্তিদের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, এটি খুবই কম সংখ্যা। ১০ থেকে ১৫ জন হবে সব মিলিয়ে। তবে সেই সময় রাজ্যে পিআরটিসি বাধ্যতামূলক ছিলনা। তাই যারাই উত্তীর্ণ হবে তাদের চাকুরী দেওয়া হবে। এখন থেকে যে বিজ্ঞপ্তিগুলি দেওয়া হবে সেগুলিতে পিআরটিসি এর উল্লেখ থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ।