BRAKING NEWS

রাজস্থানের ভরতপুরে সড়ক দুর্ঘটনায় শোকপ্রকাশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের

লখনউ, ১৩ সেপ্টেম্বর (হি.স) : রাজস্থানের ভরতপুরে সড়ক দুর্ঘটনায় ১১জনের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছাড়াও দুজন উপমুখ্যমন্ত্রীও এই ঘটনায় গভীর শোকব্যক্ত করেছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক্স-এর মাধ্যমে পোস্ট করে দুঃখপ্রকাশ করেছেন। তিনি এক্স-এর পোস্টের মাধ্যমে লেখেন, রাজস্থানের ভরতপুরে সড়ক দুর্ঘটনায় কিছু মানুষের অকালে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা। ভগবান শ্রী রামের কাছে প্রার্থণা জানাই যাতে আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।

উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লেখেন, রাজস্থানের ভরতপুরে একটি সড়ক দুর্ঘটনায় বহু নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তিদান করতে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আল্লাহর কাছে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠকও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *