নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি.স) : রাজস্থানের ভরতপুরে সড়ক দুর্ঘটনায় শোকজ্ঞাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
স্বরাষ্ট্রমন্ত্রী এক্স-র মাধ্যমে পোস্ট করে লেখেন, রাজস্থানের ভরতপুরে সড়ক দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই ভয়াবহ দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের অপূরণীয় ক্ষতির জন্য মন্ত্রী গভীর শোকপ্রকাশ করেন। শাহ বলেন, তিনি আহতদের দ্রুত আরোগ্যের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন।
উল্লেখ্য, বুধবার রাজস্থানের ভরতপুর জেলায় ট্রেলার ও বাসের সংঘর্ষে ১১ জনের মৃত্যু হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১২ জন। বুধবার ভোর সাড়ে ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ভরতপুর জেলার হানত্রার কাছে জয়পুর-আগ্রা হাইওয়ের ওপর। গুজরাট থেকে ৬০ জন মথুরায় বাসে করে যাচ্ছিলেন। বাসটি ভরতপুরে পৌঁছলে দুর্ঘটনা ঘটে। বর্তমানে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।