আগরতলা, ১১ সেপ্টেম্বর।। সোমবার সকাল থেকে গন্ডাছড়া – আমবাসা রাস্তা অবরোধে বসলো জগবন্ধু পাড়া হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা। তাদের অভিযোগ স্কুলের মধ্যে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট সৃষ্টি হয়ে আছে। বিশেষ করে প্রাতঃ বিভাগে দুজন শিক্ষক দিয়ে চলছে স্কুল। তাই তারা শিক্ষকের দাবিতে পথ অবরোধ করেছে এই দিন।এছাড়াও মিড ডে মিলের রান্নাঘর নির্মাণ করে দেওয়া এবং স্কুলের যাতায়াতের রাস্তাটি সংস্কার করে দেওয়ার দাবিও জানিয়েছে এদিন তারা। ছাত্র ছাত্রীদের অভিযোগ, গন্ডাছড়া জগবন্ধুপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দীর্ঘ চার মাস ধরে ইংরেজি বিষয়ের শিক্ষক নেই। তাতে তাদের পড়াশুনোর ব্যাঘাত ঘটছে।সামনেই ছাত্র ছাত্রীদের বার্ষিক পরীক্ষা শুরু হতে চলেছে। এতে করে বিদ্যালয়ের পঠন পাঠন লাঠে উঠেছে। তাদের আরও অভিযোগ, বিদ্যলয়ে বিভিন্ন সমস্যায় জজর্রিত।বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মিড ডে মিল খাওয়ার জন্য পযার্প্ত ঘরের ব্যবস্হা নেই। তাছাড়া, দীর্ঘ পাঁচ বছর ধরে জগবন্ধুপাড়া রাস্তা বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে।
সকাল থেকে দীর্ঘক্ষণ পথ অবরোধ করার পর অবশেষে ডিসিএম সহ অন্যান্য প্রশাসনিক কর্মীরা অবরোধস্থলে ছুটে আসে। সেখানে গিয়ে অবরোধকারী ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন মিড ডে মিল খাবারের জন্য রান্নাঘর তৈরি করে দেওয়া হবে এবং শিক্ষক সংকট সহ রাস্তার যে বেহাল দশায় পরিণত হয়ে আছে সেই সমস্যাও সমাধান করা হবে। প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে এই আশ্বাস পেয়ে অবশেষে অবরোধ মুক্ত হয় রাস্তা। দীর্ঘক্ষণ পথ অবরোধের ফলে আটকে পড়ে রাস্তায় দুই পাশে বহু যাত্রীবাহী গাড়ি।