আগরতলা, ১১ সেপ্টেম্বর: ওবিসি সংরক্ষণ সহ ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ওবিসি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে গণমঞ্চ।
সংগঠনের সাধারণ সম্পাদক জীবন ভৌমিক জানিয়েছেন, ১৯৮৮ সাল থেকে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনের সময় ওবিসি সংরক্ষন সহ বিভিন্ন সুযোগ সুবিধার প্রতিশ্রুতি দিয়ে আসছে।কিন্তু সমস্ত রাজনৈতিক দল সরকার গঠন করার পর সংরক্ষণ চালু করে নি।
তাদের দাবি, ৩১ -গ ধারা অনুযায়ী রাজ্য বিধানসভায় ওবিসিদের জন্য সংরক্ষন সংক্রান্ত বিল পাশ করা হোক, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় (কেন্দ্রীয়), এন আই টি ইত্যাদি কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থায় ওবিসিদের জন্য ২৭ শতাংশ সংরক্ষন (কেন্দ্রীয়) চালু করা, রাজ্যে ওবিসির প্রকৃত সংখ্যা নিরূপণের জন্য জাতি ভিত্তিক লোক গণনা সহ ওবিসি ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিটি জেলায় হোষ্টেল চালু করা হোক।