আগরতলা, ১০ সেপ্টেম্বর।। প্রশাসনের কড়া নির্দেশ উপেক্ষা করে রাজ্যে এখনো নাবালিকা বিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। অবশ্য পুলিশ ও চাইল্ড লাইনের প্রচেষ্টায় এসব বিয়ে প্রায় বন্ধ করে দেওয়া সম্ভব হচ্ছে। ধলাই জেলায় পুলিশের সহায়তায় এক নাবালিকার বিয়ে রুখে দিল ধলাই চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং চাইল্ডলাইন। ঘটনা কমলপুর নগর পঞ্চায়েতের ১১ নং ওয়ার্ডের কলেজ চৌমুহনি এলাকায়। জানা যায়, ঊনকোটি জেলার পেচারথল থানা এলাকার প্রয়াত গোপাল চক্রবর্তীর ১৪ বছরের নাবালিকা মেয়ে নবম শ্রেণিতে পাঠরত। জনৈক যুবকের সাথে ভালবাসায় আবদ্ধ হয় সে। নাবালিকা মেয়ের বড়ভাই দুর্লভ চক্রবর্তী ভালবাসার কথা জানতে পেরে চার দিন আগে নাবালিকাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কমলপুর নগর পঞ্চায়েতের ১১ নং ওয়ার্ডের বাসিন্দা হিমাংশু চক্রবর্তী নামে এক আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দেন। এই ঘটনার খবর পেয়ে কমলপুর থানার মহিলা পুলিশ ধলাই চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং ধলাই চাইল্ড লাইন কর্মীদের গিয়ে আইনগতভাবে আলোচনা করে নাবালিকার বিয়ের সিদ্ধান্ত রুখে দেন। তাতে স্বস্তি পেয়েছে নাবালিকার পরিবার।