ভোপাল, ২৮ সেপ্টেম্বর (হি.স.) : শুক্রবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। সাক্ষরতার গুরুত্ব এবং এর উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যে প্রতি বছর ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়। বিশ্ব সাক্ষরতা দিবস ভারতেও একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে পালিত হয়। বিশ্ব সাক্ষরতা দিবসে শুভেচ্ছা জানানোর সময়, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সমাজে সাক্ষরতার আলো ছড়িয়ে দেওয়ার জন্য তার সংকল্প প্রকাশ করেছেন।
মুখ্যমন্ত্রী চৌহান টুইট করে বলেছেন, ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে’ আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শিক্ষার মাধ্যমেই জীবন সমৃদ্ধ ও পরিপূর্ণ হয়। সাক্ষরতা দিবসের এই শুভ উপলক্ষ্যে আসুন আমরা সবাই মিলে অঙ্গীকার করি সমাজের প্রতিটি দিককে শিক্ষার আলোয় আলোকিত করার, যাতে গড়ে তোলা যায় একটি শিক্ষিত, সমৃদ্ধ ও সুখী সমাজ।