আগরতলা , ৫ সেপ্টেম্বর : রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দূর করতে রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলি রক্তদান শিবির অব্যাহত রেখেছে। ধলাই জেলার কমলপুর মহকুমায় হালাহুলিতে মঙ্গলবার এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরকে কেন্দ্র করে এলাকার যুবক-যুবতিসহ সকল অংশের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। ৪৬ নং সুরমা কেন্দ্রের হালহুলি এলাকায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।ঐ শিবিরে মোট ছাব্বিশজন স্বেচ্ছায় রক্তদান করেন। ঐ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সুরমার বিধায়িকা স্বপ্না দাস (পাল )। তিনি রক্তদাতাদের উৎসাহিত করেন। তিনি আশা প্রকাশ করেন আগামীদিনে আরও বড় রক্তদান শিবির হবে। এগিয়ে আসবেন নতুন নতুন রক্তদাতারা। আগামী দিনেও এ ধরনের রক্তদান শিবির অনুষ্ঠিত হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। রক্তদান শিবিরে বিধায়িকা স্বপ্না দাস পাল বলেন রক্তদান মহৎ দান। এর চেয়ে ভালো কাজ আর কিছুই হতে পারে না। নিয়মিতভাবে এলাকার সব কটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে রক্তদানে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।
2023-09-05