আগরতলা , ৫ সেপ্টেম্বর : জন্মাষ্টমী উপলক্ষে ইসকনের তিনদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ইসকন। শুধুমাত্র আগরতলাতেই নয়, যেখানে যেখানে ইসকনের শাখা রয়েছে সব জায়গাতেই এই কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
৫২৪৯ তম জন্মাষ্টমী পালিত হবে এবছর। কথিত আছে আজকে থেকে ৫২৪৯ বছর আগে কংসের কারাগারে জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের। হিন্দু ধর্মাবলম্বী নাগরিকেরা প্রতিবছর শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে জন্মাষ্টমীতে আনন্দে মেতে ওঠে। বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হয় এই জন্মাষ্টমী উৎসব। প্রতিবছরের ন্যায় এবারও ইসকন মন্দিরে জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হবে। বিস্তারিত বলতে গিয়ে ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ (ইসকন ত্রিপুরার রিজিওনাল সেক্রেটারী) জানান, এবছরের জন্মাষ্টমী উপলক্ষে আগরতলাস্থিত ইসকন মিশন তিনদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আগরতলার পূর্বাশা প্রাঙ্গনে হবে এবারের অনুষ্ঠান। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে থাকছে শিশুদের বসে আঁকো , যেমন খুশি সাজো থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। এছাড়াও একদিন অনুষ্ঠিত হবে বিশ্ব শান্তি যজ্ঞ। তিনদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যদের। অনুষ্ঠানে আগরতলাবাসীদের সাদর আমন্ত্রণ জানানো হয়েছে ইসকনের তরফে।