আগরতলা , ৫ সেপ্টেম্বর : ভাদ্রমাসের তীব্র গরমের মধ্যেই মঙ্গলবার দুপুরে আচমকা দমকা হাওয়ায় একটি দালান বাড়ির ছাদে নির্মিত টিনের ছাউনি উড়ে গিয়ে বিদ্যুৎ পরিবাহী তার ও ট্রান্সফরমারের উপর পড়ে গিয়ে ঘটে বিপত্তি। ঘটনা রাজধানী আগরতলা শহরের বনমালীপুর রাম ঠাকুর মন্দির সংলগ্ন এলাকায়। এদিন বড় ধরনের বিপর্যয় থেকে অল্পতে রক্ষা পেয়েছে আশপাশের মানুষ।
মঙ্গলবার দুপুরের তীব্র গরমের মধ্যে মুহূর্তেই আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং আচমকা দমকা হাওয়া বইতে শুরু করে। তাতে পথ চলতি সাধারন মানুষজন অপ্রস্তুত হয়ে পড়েন। ধূলাবালিতে একাকার হয়ে যায় রাস্তাঘাট। মানুষ যে যেখানে সম্ভব সেখানেই খানিকের জন্য আশ্রয় গ্রহণ করেন। এরই মধ্যে খবর পাওয়া যায়
অল্প বাতাসে উড়ে গেছে নব নির্মিত বিল্ডিংয়ে লাগানো বিশেষ গ্লাস। অল্পতে রক্ষা পায় পথচলতি মানুষ। ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুতের ট্রান্সফর্মার সহ ইলেকট্রিক তার। ঘটনা বনমালীপুর রাম ঠাকুর মন্দিরের উল্টো দিকে। অন্যান্য কয়েকটি জায়গাতেও গাছপালার ডাল ভেঙে পড়ার খবর মিলেছে। তবে আকাশ যেভাবে কালো মেঘে ঢেকে গিয়েছিল সেই ভাবে কিন্তু বৃষ্টিপাত হয়নি। প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থা মানুষজনের।