নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স) : সনাতন ধর্ম নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেলের বিতর্কিত বক্তব্যের জেরে বিজেপি তাঁকে নাৎসির অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছে। বিজেপি বলেছে, উদয়নিধি স্ট্যালিনের মন্তব্য ‘সম্পূর্ণ ঘৃণামূলক বক্তব্য’।
বিজেপির অভিযোগ, তাঁর বক্তব্য দেশের ৮০ শতাংশ সনাতন ধর্মাবলম্বীদের ‘গণহত্যা’র কারণ হয়ে উঠবে। বিজেপি বলেছে, হিটলারের মতো, স্ট্যালিনের ছেলেও বলেছিলেন, সনাতন ধর্মকে বিলুপ্ত করা উচিত। আমরা জানি কীভাবে নাৎসি বিদ্বেষ গণহত্যায় পরিণত হয়েছিল। যেখানে প্রায় ৬ মিলিয়ন ইউরোপীয় ইহুদি এবং কমপক্ষে ৫ মিলিয়ন অন্যান্য সোভিয়েত যুদ্ধবন্দী এবং অন্যান্যরা নিহত হয়েছিল।
উদয়নিধি স্ট্যালিন অবশ্য বিজেপিকে নিশানা করে বলেন, তাঁর বক্তব্যকে বিকৃত করে তুলেছে এবং তাঁর সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর অভিযোগও তোলেন তিনি। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে দায়ের করা যেকোনও মামলার মুখোমুখী হতেও তিনি প্রস্তুত বলে সাংবাদিকদের জানান এম কে স্ট্যালিন পুত্র। তিনি আরও বলেন, বিজেপি ইন্ডিয়া জোটকে ভয় পায় এবং এই ইস্যুতে ইস্কানি দেওয়ার জন্যই বিজেপি তাঁর সম্পর্কে এসব কথা ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন উদয়নিধি স্ট্যালিন। তিনি বলেন, ডিমকে-র নীতি এক বংশ, এক ঈশ্বর। তিনি শুধু মাত্র সনাতন ধর্মের সমালোচনা করেছেন, তাঁর মন্তব্যকে বিকৃত করে তুলেছে বিজেপি।