বাংলা সবদিক থেকে এগিয়ে, মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, অভিযোগ মমতার

কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি স)। দেশের মধ্যে কলকাতায় রিয়েল এস্টেটের দাম বেড়েছে সবচেয়ে বেশি। এসব তথ্য সামনে আসছে না। বাংলা আসলে সবদিক থেকে এগিয়ে, পয়লা স্থানে। মিডিয়া অপপ্রচার চালাচ্ছে। সোমবার আবাসন নির্মাতাদের অনুষ্ঠান স্টেটকন ‘২০২৩’-এ এই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তিনি বলেন, “এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নগরায়নের হার ভারতের জাতীয় গড়ের থেকে বেশি। আর এভাবে চলতে থাকলে আগামী কয়েক বছরে রাজ্যে নগরায়নের হার বর্তমান সময়ের তুলনায় ৩৬ শতাংশের থেকে বেড়ে ৪২ শতাংশে পৌঁছে যেতে পারে। যা রাজ্যের শিল্পক্ষেত্রের জন্য একটা ভালো সংকেত৷ এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

মুখ্যমন্ত্রী বলেন, অন লাইন পদ্ধতি, জমি ব্যাঙ্ক, ‘শিল্পসাথী’ প্রকল্প, ইজ অফ ডুইং বিজনেস প্রভৃতিতে এই রাজ্য বিশেষ কৃতিত্বের সাক্ষর রেখেছে। মিউটেশন, জমির কর প্রদান, পরিবেশ বিষয়ক অনুমতি, নিজে থেকে বিদ্যুৎ সংযোগের অনুমতি প্রভৃতিতেও সুফল পাচ্ছেন উদ্যোগপতিরা। কলকাতা পুরসভার বিল্ডিং রুল এবং পশ্চিমবঙ্গ পুর আবাসন-নির্মাণ আইনের সরলিকরণ হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, আমরা জমি নীতির বদল করেছি। লিজ হোল্ডের বদলে ফ্রি হোল্ড দেব। চা বাগানের জন্য ১৫ শতাংশ জমি পর্যটনে ব্যবহারের অনুমতি দেব। এই তো পাশে হর্ষবর্ধন নেওটিয়া বসে আছেন। মাকাইবাড়ি টি গার্ডেনে পর্যটন প্রকল্প করেছেন। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি— এ সবই সুন্দর জায়গা।

অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, বর্তমান সময়ের তুলনায় রাজ্যের শহরাঞ্চলে আগামীদিনে ৮০ লক্ষ মানুষের বাস বেড়ে যাবে। সেই জায়গা থেকে বাড়ছে রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগের সম্ভাবনা।

আর এই সম্ভাবনা বিনিয়োগকারীদের সামনে তুলে ধরে রাজ্যে লগ্নি আকর্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সোমবার আলিপুরে ‘ধনধান্যে’ প্রেক্ষাগৃহে ‘ক্রেডাই ওয়েস্ট বেঙ্গল’ ‘স্টেটকন ২০২৩’ আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।