BRAKING NEWS

এক শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় চত্বরে অশ্লীল আচরন করার অভিযোগ

আগরতলা, ৪ সেপ্টেম্বর।। এক শিক্ষকের বিরুদ্ধে অশ্লীল আচরনের অভিযোগ। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে এধরনের ঘটনায় বিদ্যালয় জুড়ে বিক্ষোভ। ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে এলাকা। ঘটনাটি ঘটেছে  কমলপুর ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয়ে।

ঘটনার বিবরণে প্রকাশ, কমলপুর ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এক শিক্ষক সজল ঘোষের বিরুদ্ধে অভিযোগ তিনি ছাত্র-ছাত্রীদের সাথে অশ্লীল আচরণ করেন। কিন্তু প্রধান শিক্ষকের বক্তব্য কবে নাগাদ তিনি এ ধরনের আচরণ করেছে সেটা স্পষ্ট করে দিলে অবশ্যই বিষয়টা খতিয়ে দেখা হবে। সোমবার এবিভিপি কমলপুর নগর ইউনিটির সদস্যরা ও স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের গেট বন্ধ করে সেই শিক্ষক সজল ঘোষকে বরখাস্ত ও বদলির দাবিতে বিক্ষোভ শুরু করেন। প্রায় সাড়ে তিনটা নাগাদ ডিসিএম অদিতি দাস, ওসি সঞ্জয় লস্কর স্কুলে এসে এবিভিপি নেতা ও স্কুল কতৃপক্ষের সাথে আলোচনাক্রমে জানায় যার বিরুদ্ধে অভিযোগ সেটা উপর মহলে জানানো হবে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করে বিক্ষোভ কারীরা। এ বিষয়ে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি জানান এ ধরনের অভিযোগ সজল ঘোষের বিরুদ্ধে ওঠার পর অভিভাবক কিংবা ছাত্রছাত্রীদের কাছে বলা হয়েছিল যাতে লিখিত দিয়ে জানায় কবে নাগাদ তিনি এধরনের কার্যকলাপ করেছেন। তাহলে সেদিনের সিসি ক্যামেরা দেখে যদি সত্যি হয়ে থাকে তাহলে আইনত পদক্ষেপ গ্রহণ করা হবে।কিন্তু এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ জমা দেয়নি। সোমবার এবিভিপি পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। কিন্তু নির্দিষ্ট দিনক্ষণ বা সময়সূচি না থাকায় তদন্ত করা যাচ্ছে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন। এভিবিপি -র পক্ষ থেকে লিখিত জমা পড়লেও অভিভাবকের কাছ থেকে এখন পর্যন্ত কোন লিখিত জমা হয়নি। মুখের কথার উপর দিয়ে কোন পদক্ষেপ গ্রহণ করা যাবে না সেটা স্পষ্ট জানিয়ে দেন এদিন  প্রধান শিক্ষক। তবে যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তিনি আবার কমলপুর মন্ডলের সদস্যের স্বামী বলেও খবর। যার ফলে ঘটনাকে কেন্দ্র করে আরো জল ঘোলা হতে শুরু করেছে। তবে অভিযোগ পাওয়ার পর ওই শিক্ষকের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয় সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *