পিলিভীত, ৩ সেপ্টেম্বর (হি. স.) : রবিবার ভোরে উত্তর প্রদেশের পিলিভীতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের। দুজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে
পুলিশ জানিয়েছে, লখনউ খাদ্রার বাসিন্দা ২৫ বছর বয়সী আবদুল্লাহ একটি অল্টো গাড়িতে তার পরিবারের সাথে রাত ১১ টায় নৈনিতালের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এদিন ভোররাতে খুতার হাইওয়ের গাড়ওয়াখেদার কাছে একটি দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানকে তার গাড়িটি ধাক্কা মারে। দুর্ঘটনায় আব্দুল্লাহ, তার স্ত্রী সায়মা, ২৯বছরের নাসিম, ১৮ বছর বয়সী মরিয়ম এবং আট মাসের শিশু ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা আরও দুইজন গুরুতর আহত হন। পুলিশ জানিয়েছ, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার বিষয়টি পরিবারকে জানানো হয়েছে।