বাজারিছড়া (অসম), ৩১ আগস্ট (হি.স.) : ফের অসম থেকে ত্রিপুরায় পাচারের পথে একটি কনটেইনার (পণ্যবাহী লরি) থেকে বেশ কিছু নেশার কফ সিরাপ বাজেয়াপ্ত করেছে করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন চুড়াইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ।
জানা গেছে, আজ বৃহস্পতিবার কাকভোরে অসম থেকে ত্রিপুরায় যাওয়ার পথে এইচআর ৩৮ এসি ৭০৭৬ নম্বরের একটি অনলাইন সামগ্রী বোঝাই কনটেইনার চুড়াইবাড়িতে পৌঁছলে তাতে তালাশি চালান কর্তব্যরত পুলিশ কর্মীরা। তালাশিতে বিভিন্ন সামগ্রীর আড়াল থেকে সাত কার্টুনে ১,০০৮ শিশি ফেন্সিডাইল উদ্ধার হয়। এগুলোর কালোবাজারে মূল্য অনুমানিক দশ লক্ষ টাকা। এর সঙ্গে আটক করা হয় ত্রিপুরার বাসিন্দা শরাফত মোল্লা নামের চালককে।
এদিকে ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ বিকেলের দিকে তাকে করিমগঞ্জের বিচারবিভাগীয় আদালতে তোলা হয়। তখন কনটেইনারের মালিক কফ সিরাপগুলির বৈধ চালান নিয়ে হাজির হন আদালতে। আদালত ওই চালানের বৈধতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে, জানা গেছে বিশেষ সূত্রে।