BRAKING NEWS

গ্যাসের দাম কমানোয় খুশি ধর্মেন্দ্র প্রধান, প্রধানমন্ত্রীর প্রতি জানালেন কৃতজ্ঞতা

নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি.স.): এলপিজি সিলিন্ডারের দাম কমানোয় খুশি ব্যক্ত করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। বলেছেন, গতকাল দেশের মহিলাদের বড় উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। বুধবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধর্মেন্দ্র প্রধান বলেছেন, “গতকাল দেশের মহিলাদের জন্য একটি দুর্দান্ত উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী যখন দায়িত্ব নেন, তখন ওডিশায় ২০-২২ শতাংশ এলপিজি কানেকশন ছিল। ওডিশায় ১ কোটি পরিবার রয়েছে, যার মধ্যে ২১ লক্ষ বাড়িতে এলপিজি কানেকশন রয়েছে। এখন এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ লক্ষে।”

কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, “এই ৯৬ লক্ষের মধ্যে ৫৩ লক্ষ উজ্জ্বলা যোজনার অধীনে কানেকশন।” কেন্দ্রীয় মন্ত্রী জোর দিয়ে বলেছেন, “সাধারণ এলপিজি গ্রাহকদের জন্য দর ২০০ টাকা কমানো হয়েছে, যেখানে উজ্জ্বলা সুবিধাভোগীরা ৪০০ টাকা সুবিধা পাবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *