BRAKING NEWS

জাতীয় ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট।।ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ড ও ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশনের পরিচালনায় এক সপ্তাহ ব্যাপী বাস্কেটবল ,ব্যাডমিন্টন ও ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে উদযাপিত হল জাতীয় ক্রীড়া দিবস। একুশে আগস্ট থেকে শুরু হয়ে আগামী ৩০শে আগস্ট এর সমাপ্তি হবে।গত ২১ ও ২২ শে আগস্ট অনুষ্ঠিত হয় বাস্কেটবল প্রতিযোগিতা। ২৪ ও ২৫ শে আগস্ট হয় ব্যাডমিন্টন। গতকাল থেকে শুরু হয় ফুটবল প্রতিযোগিতা। মঙ্গলবার ক্রীড়া দিবস উপলক্ষে ফুটবল প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গঙ্গা প্রসাদ প্রসেইন। তিনি তার বক্তব্য জাতীয় ক্রীড়া দিবস ও মেজর ধ্যান চাঁদের জীবনের উপর আলোকপাত করেন। এছাড়াও ছাত্রদের উদ্দেশ্যে বলেন সুস্থ থাকতে গেলে মাঠে আসতেই হবে, পড়াশুনার পাশাপাশি ছাত্র-ছাত্রীরা যেন শরীরচর্চার উপরে মনোনিবেশ করেন। স্বাগত ভাষণ রাখেন বিভাগীয় প্রধান ড: প্রশান্ত কুমার দাস ও ড: সুদীপ দাস। এছাড়াও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড: সঞ্জীব ভৌমিক, ড: পবন কুমার সিং , বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষক মধুমানিক লোধ ও ড: সৌভিক ভট্টাচার্য। উক্ত অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকেই মেজর ধ্যান চাঁদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এই  প্রতিযোগিতাকে ঘিরে ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *