নদিয়া, ২৯ আগস্ট (হি. স.) : মঙ্গলবার দুপুরে নদিয়ার রানাঘাটে একটি নামী সংস্থার শোরুমে ডাকাতি হয়। সেখানে গুলি চলে। দিনেদুপুরে এমন ডাকাতির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে হতাহতের কোনও খবর মেলেনি।
রানাঘাটের সোনার দোকানে ভরদুপুরে গুলি চালিয়ে লুঠ করা হয় বলে প্রাথমিক ভাবে উঠে এসেছে। সেখানে সেনকো গোল্ডের শোরুম থেকে ৯০ শতাংশ গয়নাই লুঠ করা হয়। রানাঘাটের শোরুমের ম্যানেজার জানান, ঘটনার সময় লাগোয়া রুমে তিনি দুপুরের খাওয়াদাওয়া সারছিলেন। হঠাৎই একটি আওয়াজ পেয়ে বেরিয়ে আসেন।
তিনি জানান, দেখা যায়, বিপণির ক্যাশ কাউন্টারের সামনে অনেকের জটলা। প্রত্যেকের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল বলে দাবি ম্যানেজারের। বিপণির কর্মীদের দু-তিন জন অন্য দিকে যাওয়ার চেষ্টা করলে তাঁদের জোর করে একটি নির্দিষ্ট জায়গায় আসতে বাধ্য করা হয়। সঙ্গে দুষ্কৃতীরা হুমকি দেয়, কেউ যেন কোনও ফোন ব্যবহার না করেন। সমস্ত ফোন যেন দুষ্কৃতীদের কাছে জমা রাখা হয়, এমনই জানালেন ম্যানেজার।
লুঠপাঠের মধ্যেই বিপণির ভিতর ও পরে বাইরে মিলিয়ে ৮-১০ রাউন্ড গুলি চালানোর অভিযোগ রয়েছে এই দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে ১০ মিনিটের মধ্যে খবর যায় পুলিশে।পালানোর সময় পুলিশের সঙ্গে গুলির লড়াই বাধে দুষ্কৃতীদের। তাতে গুলিবিদ্ধ হয় ১ জন। জখম হয় আরও ১। ধাওয়া করে শেষমেশ ৪ জনকে ধরেছে পুলিশ। লুঠের গয়না বেশ কিছুটা উদ্ধারও হয়েছে বলে সূত্রের খবর। একদিনে রাজ্যের দুই জেলায় সেনকো গোল্ডের দুই শোরুমে ডাকাতির ঘটায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে।