টিআরপিসি-র প্রধান কার্যালয় পরিদর্শনে গেলেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৯ আগস্ট: আজ টিআরপিসি-র প্রধান কার্যালয় পরিদর্শনে গিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব।পাশাপাশি টিআরপিসির আগামীর কার্যপরিকল্পনা নিয়ে চেয়ারম্যান পাতাল কন্যা জমাতিয়া সাথে কথাবার্তা বলেন।

এদিন তিনি টিআরপিসি এর প্রবাহমান কর্মকান্ড ও আগামীর কার্যপরিকল্পনা সম্পর্কে অবগত হয়েছেন। 

বিপ্লব কুমার দেব বলেন,টিআরপিসির চেয়ারম্যান পাতাল কন্যা জমাতিয়া নিষ্ঠার সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রের বিকাশে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তাছাড়া, অগ্রাধিকারের মহিলাদের সম্মানজনক অবস্থান সুনিশ্চিতকরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুচ্ছ পদক্ষেপের ফলে সমগ্র দেশে নারি শক্তিরা বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দক্ষতার নজির তৈরী করছেন।