BRAKING NEWS

২০২৪ সালে ফের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদীঃ বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৮ আগস্ট।। ২০২৪ সালে ফের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। ত্রিপুরা থেকে বার্তা দেওয়া হবে ২০২৪ সালে নরেন্দ্র মোদীই পুনরায় প্রধানমন্ত্রী হচ্ছেন। মোদী কে শক্তিশালী করতে হবে, ভারতকে শক্তিশালী করতে হবে। তবেই ধনপুরও শক্তিশালী হবে।সোমবার ধনপুরে উপ নির্বাচনের প্রচারে একথা বললেন সাংসদ বিপ্লব কুমার দেব।

সামনেই ত্রিপুরায় দুটি কেন্দ্রে উপ নির্বাচন। এই উপনির্বাচনে দুটি কেন্দ্রেই ঝড়ো প্রচার চালাচ্ছে বিজেপি। প্রতিদিনই ধনপুর ও বক্সনগর কেন্দ্রের দলের মনোনীত প্রার্থীর সমর্থনে ব্যাপক প্রচার চালাচ্ছে বিজেপি দল। বাদ যাচ্ছেন না রাজ্যের মুখ্যমন্ত্রীও। প্রচারে পা মেলাচ্ছেন তিনিও। সোমবার ধনপুরে উপ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন ধনপুরের এক জনসভায় মনোনীত প্রার্থীদের জন্য তিনি প্রচার চালান। তিনি বলেন ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে প্রতিমা ভৌমিককে ঐতিহাসিকভাবে জয়ী করেছে ধনপুরের মানুষ। তবে রাজ্য থেকে একমাত্র তিনিই একমাত্র মহিলা যিনি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে রয়েছেন। তাই তাকে ইস্তফা প্রদান করতে হয়েছে বিধায়ক পদ থেকে। তবে এবার একইভাবে প্রার্থী বিন্দু দেবনাথকেও ধনপুরের মানুষ জয়ী করবেন বলে আশা প্রকাশ করেছেন বিপ্লব কুমার দেব। এদিনের জনসভা থেকে তিনি বলেন রাজ্যের জাতি জনজাতির উন্নয়ন একমাত্র মোদী সরকার করতে পারে। তিনি বলেন কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে বলেই প্রদ্যুত কিশোর দেববর্মণ জনজাতিদের বিভিন্ন দাবি নিয়ে অমিত শাহ এর সঙ্গে দেখা করতে যেতে পারেন। তবে তিপ্রা মথা দল উপ নির্বাচনে প্রার্থী দেয়নি বলেই জে বিজেপি নির্বাচনী বৈতরণী পার হবে তা ভাবার কোনো কারণ নেই বলেই দাবি বিপ্লব দেবের। তার মতে শাসক দল একাই নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করবে।

উপ নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের ধনপুর ও বক্সনগর কেন্দ্রে ব্যাপক প্রচার চলছে রাজনৈতিক দলগুলির। প্রচারে এগিয়ে বিজেপি তা আর বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি উপ নির্বাচনের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যে লোকসভা নির্বাচনেরও প্রস্তুতি চলছে তাও স্পষ্ট হচ্ছে শাসক দলের প্রচারে। এমনই অভিমত রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *