ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট।।রাজ্য ভিওিক উন্মুক্ত দূরপাল্লার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সম্পন্ন। তাতে সেরা হয়েছেন কুমারঘাটের বিপ্লব রায় এবং বাধারঘাট ত্রিপুরা স্পোর্টস স্কুলের লক্ষ্মী রাণী ত্রিপুরা। ভারতবর্ষের ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে হয় ওই ম্যারাথন। উওর জেলার পানিসাগর নেতাজী নিউ ভয়েস ক্লাবের উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় ৩২ তম ওই দৌড়। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পুরুষ বিভাগে ১২ কি,মি এবং মহিলা বিভাগে ৬ কি,মি। পুরুষ বিভাগের দৌড় শুরু হয় ধর্মনগর থেকে পানিসাগর মোটরস্ট্যান্ড পর্যন্ত এবং মহিলা বিভাগের দৌড় শুরু হয় তিলথৈ থেকে পানিসাগর মোটরস্ট্যান্ড পর্যন্ত। পুরুষ বিভাগে অংশগ্রহণ করেন ৩১৭ জন প্রতিযোগি এবং মহিলা বিভাগে অংশগ্রহন করেন ১০৯ জন প্রতিযোগিনী। পুরুষ বিভাগে প্রথম তিনটি স্থান দখল করেন যথাক্রমে কুমারঘাট-এর বিপ্লব রায়, শান্তির বাজারের নবজিৎ দাস এবং সাই-এর সৌরভ হুসেন। পক্ষান্তরে মহিলা বিভাগে প্রথম তিনটি স্থান দখল করেন যথাক্রমে বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুলে লক্ষ্মী রানী এিপুরা, সাই-এর অনামিকা দেবনাথ এবং ফটিকরায়-এর অনুশ্রী মালাকার। উভয় বিভাগেই প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারিদের পুরুস্কৃত করা হয় যথাক্রমে ল্যাপটপ, ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি এবং ফ্রীজ দেওয়া হয়। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি কে উপেক্ষা করে প্রতিযোগি এবং প্রতিযোগিনীদের পাশাপাশি অগনিত দর্শকদের উপস্থিতি ছিল আকর্ষণীয়। পুরুস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দুপুর দুই ঘটিকায় পানিসাগর টাউনহলে। মঞ্চে উপবিষ্ট ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস,উওর জেলার জেলা সভাধিপতি ভবতোষ দাস,উওর জেলার ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অধিকর্তা সত্যব্রত দেবনাথ,পানিসাগর মহকুমা শাসক সুভাষ আচার্য,পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেব নাথ,পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক নবব্রত দও,পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্চয় দাস,পানিসাগর আর,সি,পি,ই এর প্রিন্সিপাল চিএজিৎ ভৌমিক এবং উক্ত দৌড় প্রতিযোগিতার প্রতিষ্টাতা রবীন্দ্র দেবনাথ। মঞ্চে উপবিষ্ট অথিতিদের হাত ধরে প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারি পুরুষ বিভাগে একশত এবং মহিলা বিভাগে পঞ্চাশ জন সফলতমদের হাতে সার্টিফিকেট সহ পুরুস্কার প্রদান করা হয়। সমাপ্তি লগ্নে সভাপতির আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।