ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট।। আধ ঘন্টার মধ্যেই দাপটের সঙ্গে খেলা। প্রথমার্ধেই ৩ গোল। দ্বিতীয়ার্ধে একটু রক্ষণাত্মক খেলায় একটি গোল পরিশোধ করে নিলে ব্যবধান কিন্তু কমে ১-৩ হয়। দুর্দান্ত জয় দিয়ে দারুন সূচনা ফরোয়ার্ড ক্লাবের । একসময়ের দ্বিমুকুট বিজয়ী ফরোয়ার্ড ক্লাব সদ্য সমাপ্ত রাখাল শীল্ড ফুটবল সেমিফাইনালে নক আউট হলেও লীগ সূচনা মন্দ করেনি। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল টুর্নামেন্টের ৫ম ম্যাচে ৩-১ গোলের ব্যবধানে দুর্দান্ত জয় পেয়ে দারুন সূচনা করেছে ।হারিয়েছে জুয়েলস এসোসিয়েশনকে। শীল্ড ফুটবলের উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারে হেরে ছিটকে যাওয়ার পর লীগ ফুটবলের প্রথম ম্যাচে ত্রিবেণী সংঘের কাছে এক দুই গোলে হারের পর জুয়েলস-এর পরিকাঠামোতে কিছুটা প্রভাব পড়ছে। দলের কম্বিনেশনে যেমন কিছুটা ফাঁকফোকর রয়ে গেছে, তেমনি তেমন প্র্যাকটিস করার সুযোগ না পাওয়ারও খেসারত দিতে হচ্ছে জুয়েলস এসোসিয়েশনকে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে খেলার ৩ মিনিটের মাথায় খানগাম হোরাম-এর প্রথম গোল এক-শূন্য তে এগিয়ে যায় ফরোয়ার্ড ক্লাব। ৪ মিনিট বাদে দ্বিতীয় গোল নিনগোমবাম সানা সিংয়ের পা থেকে ব্যবধান বেড়ে ২-০ হয়। ২৯ মিনিটের মাথায় হোরাম আরও একটি গোল করলে ব্যবধান বেড়ে ৩-০ হয়। প্রথমার্ধে ফেব্রুয়ার্ড ক্লাব তিন গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধের শুরুতে জুয়েলস এসোসিয়েশন কিছুটা আক্রমণাত্মক খেললে কার্যত গোল পরিশোধের একটি সুযোগ পেয়ে যায়। অপরদিকে ফরোয়ার্ড ক্লাবকে কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে দেখা যায়। খেলার ৫১ মিনিটের মাথায় আবুয়াম সনাতন সিং একটি গোল করে ব্যবধান কমিয়ে আনে শেষ পর্যন্ত তিন-এক গোলে জয়ী হয়ে ফরোয়ার্ড ক্লাব ৩ পয়েন্ট সংগ্রহ করে নেয়। উল্লেখ্য, খেলার ইনজুরি টাইমে বিজয়ী দলের সাবাত জমাতিয়াকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তাপস দেবনাথ, অভিজিৎ দাস, অসীম বৈদ্য ও শিবজ্যোতি চক্রবর্তী। দিনের খেলা: ফ্রেন্ডস ইউনিয়ন বনাম টাউন ক্লাব, বিকেল সাড়ে তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।