বারাসত, ২৭ আগস্ট (হি.স) : দত্তপুকুর বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার তদন্তে নামল সিআইডি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে রাজ্য পুলিশের আইজি দক্ষিণবঙ্গ।
রবিবার সাতসকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর এলাকা। বিস্ফোরণে এখনও পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল ছড়িয়েছে গোটা রাজ্যে। এ নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়ছে রাজ্য সরকার। কেননা এর আগেও রাজ্যে একের পর এক জেলায় পরপর বেআইনি বাজি কারখানার হদিস মিলেছে। প্রশাসনের মদতেই এই কারখানাগুলি চলছে বলে বিরোধীদের দাবি। ইতিমধ্যে বিজেপির তরফে এনআইএ তদন্তের দাবিও তোলা হয়েছে। এরমধ্যেই দত্তপুকুর বিস্ফোরণের ঘটনার তদন্তে নামল সিআইডি।