মুম্বই, ২৬ আগস্ট (হি.স) : প্রবীণ গীতিকার এবং কবি দেব কোহলির শনিবার মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, দেব কোহলি গত কয়েক মাস ধরে নভি মুম্বইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয়।
‘এ কালি কালি আঁখে’, ‘দিল দিওয়ানা বিন সাজনাকে মানে না’, ‘চালতি হে ক্যায়া নও সে বারা’-র মত বিখ্যাত গান এই দেব কোহলির উপহার। দীর্ঘ অসুস্থতার ফলে শনিবার ৮০ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। শেষ শ্রদ্ধা জানাতে তাঁর ভক্তদের জন্য কোহলির মৃতদেহ শনিবার দুপুর ২টো পর্যন্ত লোখান্ডওয়ালা কমপ্লেক্সে তাঁর বাড়িতে রাখা ছিল।
‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘বাজিগর,’ ‘মুসাফির,’ ‘শুট আউট অ্যাট লোখান্ডওয়ালা’ এবং ‘ট্যাক্সি নং ৯২১১’, ‘হাম আপকে হ্যা কন’,‘বাজিগর’,সহ ১০০ টিরও বেশি চলচ্চিত্রের গানের জন্য কোহলি জনপ্রিয় হয়ে উঠেছিলেন। শুধু তাই নয়, তিনি বহু সঙ্গীত পরিচালকদের কাজেও সহযোগিতা করেছেন। যেমন অনু মালিক, রাম লক্ষ্মণ, লক্ষ্মীকান্ত পেয়ারেলাল, আর ডি বর্মন, আনন্দ মিলিন্দ, বিশাল শেখর, উত্তম সিং প্রমুখ। কোহলির প্রয়াণে বলিউডের তরফ থেকে গভীর শোকজ্ঞাপন করা হয়েছে।
দেব কোহলি ১৯৪২ সালের ২ নভেম্বর পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৯ সালে দিল্লি চলে আসেন তারপর দেরাদুনে তার শৈশব কাটে।

