২০৪৭ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার প্রযুক্তিই সময়ের প্রয়োজন : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি.স.): একবিংশ শতাব্দী প্রযুক্তি দ্বারা চালিত হয়, ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হওয়ার জন্য প্রযুক্তিই সময়ের প্রয়োজন। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দিল্লির পালাম টেকনিক্যাল এয়ারপোর্ট চত্বরে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তির পথে দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে আমাদের।

দক্ষিণ আফ্রিকা ও গ্রীস সফর শেষে দিল্লির পরিবর্তে বেঙ্গালুরুতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চন্দ্রযান-৩ মিশনের সফলতায় ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী মোদী। বেঙ্গালুরু থেকে শনিবার দুপুরেই দিল্লিতে ফিরেছেন প্রধানমন্ত্রী মোদী। বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদীকে জমকালো স্বাগত জানায় বিজেপি নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর-সহ বিজেপি নেতৃবৃন্দ।

দিল্লিতে ফেরার পর চন্দ্রযান-৩ মিশনের সাফল্য উদযাপন করতে শত শত মানুষের সঙ্গে যোগ দেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরের কাছেই এক জনসভার আয়োজন করা হয়। সেই জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমরা যখন কিছু সাফল্য অর্জন করি, আমরা নতুন উচ্চতার জন্য প্রস্তুত হওয়ার সংকল্প করি।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “এর আগে আমি বেঙ্গালুরুতে ছিলাম, কারণ আমি সেই বিজ্ঞানীদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছিলাম যারা ভারতকে এত বড় কীর্তি সম্পন্ন করতে সাহায্য করেছেন। চন্দ্রযানের সাফল্য উদযাপন করতে জাতীয় পতাকা নিয়ে আসা মানুষজনকে দেখে আমি উৎসাহিত বোধ করছি।”