দিল্লিতে জি-২০ সম্মেলনের আয়োজনে অসুবিধা হবে মানুষের, তবে সাফল্য নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি.স.): ভারতের পৌরহিত্যে দিল্লিতে জি-২০ গোষ্ঠীর বৈঠক বসছে সেপ্টেম্বরে। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতার আসবেন বৈঠকে যোগ দিতে। রাজধানীতে যানবাহন নিয়ন্ত্রিত হতে পারে, তাই দিল্লিবাসীর কাছে ক্ষমাপ্রার্থনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “আমি দিল্লির জনগণের কাছে আগাম ক্ষমা চাইছি, জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজনের কারণে তাঁদের অসুবিধার জন্য।”

শনিবার দুপুরে দিল্লির পালাম টেকনিক্যাল এয়ারপোর্ট চত্বরে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, দিল্লি জি-২০ শীর্ষ সম্মেলন আয়োজন করছে; মানুষ অসুবিধার সম্মুখীন হতে পারেন, কিন্তু আমাদের এর সাফল্য নিশ্চিত করতে হবে।” প্রধানমন্ত্রীর কথায়, “দিল্লির নাগরিকরা জি-২০-র জন্য আরও দায়িত্ব পেয়েছে…অনেক অতিথি আসবেন, ৫-১৫ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের অনেক অসুবিধা হবে, আমি তার জন্য আগেই ক্ষমাপ্রার্থী। সবাই আমাদের অতিথি…ট্রাফিক নিয়ম পরিবর্তন করা হবে, আমাদের বেশ কিছু জায়গায় যাওয়া বন্ধ করা হবে।”