BRAKING NEWS

ধৃত হাফলং সদর থানার লকআপ ভেঙে পলাতক অপরাধী

হাফলং (অসম), ২৫ আগস্ট (হি.স.) : হাফলং সদর থানার লকআপ থেকে পালিয়েও শেষ রক্ষা হল না এক অপরাধীর। বৃহস্পতিবার সন্ধ্যারাতে লকআপ ভেঙে পলাতক ওই অপরাধীকে গ্রেফতার করেছে হাফলং পুলিশ।

গত ২২ আগস্ট নিউহাফলং থেকে পুলিশ ড্রাগস সহ গ্রেফতার করেছিল মাইরিংডাও নাইডিং নামের বছর ২১-এর এক যুবককে। পরের দিন বুধবার তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। আদালত থেকে পুলিশ ওই যুবককে তিন দিনের রিমান্ডে আন। কিন্তু বৃহস্পতিবার ভোররাত আড়াইটা নাগাদ পুলিশের ব্যবহৃত একটি লাঠি দিয়ে লকআপের তালা ভেঙে হাফলং থানা থেকে পালিয়ে যায় মাইরিংডাও নাইডিং।

ফেরার অপরাধীকে ধরতে মাথার ঘাম পায়ে ফেলে পুলিশ। অবশেষে বৃহস্পতিবার সাইবার সেলের সাহায্য নিয়ে এদিন সন্ধ্যারাতে মাইরিংডাও নাইডিংকে লোয়ার হাফলং থেকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বর্তমানে সে হাফলং পুলিশের হেফাজতে রয়েছে।

উল্লেখ্য, ২২ আগস্ট মাইরিংডাও নাইডিং নামের ওই যুবককে হাফলং পুলিশ হেরোইন সহ নিউহাফলং স্টেশন থেকে গ্রেফতার করেছিল। তার কাছ থেকে পুলিশ ৯০টি হোমিওপ্যাথির শিশিতে ভরতি হেরোইন উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, এর আগে আরও দুবার মাইরিংডাও নাইডিংকে ড্রাগস সহ গ্রেফতার করা হয়েছিল। তাছাড়া বুধবার রাতে হাফলং লকআপ থেকে পালিয়ে যাওয়ার সময় যে স্যান্ট্রি কর্তব্যে ছিলেন, তাঁর গাফিলতির কারণেই এই যুবক লকআপ ভেঙে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে অভিযোগ। তাই ওই স্যান্ট্রির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হচ্ছে বলে হাফলং জেলা পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *