ক্যানিং, ২৫ আগস্ট (হি. স.) : সরকারি সার্টিফিকেট তৈরি করে দেওয়ার নাম করে টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার হল এক যুবক। ধৃতের নাম সুদীপ মণ্ডল। শুক্রবার ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের মহকুমাশাসকের দফতরে। ধৃতের বিরুদ্ধে অভিযোগ মহকুমাশাসকের দফতর থেকে জন্ম সার্টিফিকেট করে দেওয়ার নাম করে সাত হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে সুদীপের বিরুদ্ধে। ধৃতের বিরুদ্ধে এদিন থানায় অভিযোগ দায়ের করেন মহকুমাশাসক প্রতীক সিং। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বৃহস্পতিবার মধুমিতা সুতার নামে ক্যানিংয়ের এক মহিলা মহকুমাশাসকের দফতরে অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান সুদীপ মন্ডল নামে ক্যানিংয়ের রায়বাঘিনী গ্রামের বাসিন্দা এক যুবক তাঁর কাছ থেকে দু দফায় সাত হাজার টাকা নেন জন্ম সার্টিফিকেট তৈরি করে দেবেন বলে। কিন্তু সময় অতিবাহিত হয়ে গেলেও এখনও সেই সার্টিফিকেট পাননি তিনি। বৃহস্পতিবার মহকুমাশাসকের দফতরে এসে জানতে পারেন এই সরকারি সার্টিফিকেট পেতে কোন টাকাই লাগে না। এরপর মহকুমাশাসকের দফতরে লিখিত অভিযোগ জানান তিনি। অভিযোগ পেয়েই নড়েচড়ে বসেন মহকুমাশাসক নিজেই।
শুক্রবার বিভিন্ন অছিলায় ডেকে পাঠানো হয় অভিযুক্তকে। মহকুমাশাসকের দফতরে এলেই তাকে আটকে রাখা হয়। জেরায় নিজের অভিযোগ স্বীকার করে অভিযুক্ত। এরপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাঁকে। মহকুমাশাসক বলেন, “ এক মহিলা অভিযোগ করেছিলেন তাঁর কাছ থেকে সাত হাজার টাকা নেওয়া হয়েছে জন্ম সার্টিফিকেট করে দেওয়ার জন্য। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এক যুবককে ধরা হয়েছে। পুলিশকে বলেছি উপযুক্ত ব্যবস্থা নিতে।”