. গত২১শে আগস্ট জগন্নাথ বাড়িতে ঘুরতে যাওয়ার সময় দীপ্তি দত্ত নামে এক মহিলার কাছ থেকে এক ছিনতাইবাজ টমটম চালক উনার ব্যাগ সহ গলার চেইন দুটি মোবাইল ছিনতাই করে নিয়ে যায় এক ছিনতাইবাজ। ঐ মহিলা পূর্ব থানার পুলিশ কাছে এসে অভিযোগ করেন। পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করে। পুলিশ গোপন সূত্র থেকে সেই টমটম চালক ছিনতাইবাজকে দক্ষিণ রামনগর থেকে আটক করে। আজ তাকে কোর্টে তোলা হয় বলে জানান পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি।
2023-08-24