ত্রিবেণী সংঘ: ২(সম্বল-২)
জুয়েলস অ্যাসো:১(লালরুন)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট।। দুরন্ত জয় ত্রিবেণী সংঘের। সম্বল চাকমার জোড়া গোল। দুই অর্ধে দুই গোল। প্রথমার্ধের গোলটি দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ জুয়েলস শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনলেও ফের সম্বলের গোলই জয়সূচক গোলের স্বীকৃতি পেয়েছে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল ফুটবল লীগ বুধবার থেকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে। ব্যর্থ জুয়েলসের আক্রমণ ভাগ। তার জন্য জয় পেলোনা জুয়েলস এসোসিয়েশন। অপরদিকে প্রথমার্ধের ইনজুরি টাইমে একটা সুযোগ পেয়ে সেটাই কাজে লাগায় ত্রিবেণী সংঘের সম্বল চাকমা। দ্বিতীয়ার্ধের শুরুতে জুয়েলস অনেকটা আক্রমণাত্মক খেললেও সহজে ত্রিবেণী সংঘের ডিফেন্স ভাঙতে পারেনি। তবে খেলার ৫৬ মিনিটের মাথায় জুয়েলসের লালরুন তুলুঙ্গা গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। প্রায় ১৪ মিনিট খেলায় সমতা বিরাজ করলেও খেলার ৭০ মিনিটের মাথায় ত্রিবেনীর সুযোগ সন্ধানী স্ট্রাইকার সম্বল চাকমা ফের আরও একটি গোল করে দলকে ২-১ এ লীড এনে দেয়। পরবর্তী সময়ে দু-দলের মধ্যে পরস্পর বিরোধী আক্রমণ প্রতি আক্রমণ পরিলক্ষিত হলেও চতুর্থবারের মতো কেউ আর জালে বল গড়াতে পারেনি। তবে খেলার দুই অর্ধে জুয়েলস এসোসিয়েশনের পাঁচজন এবং ত্রিবেনীর একজনকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। উল্লেখ্য বিভিন্ন সংঘের আক্রমণাত্মক খেলায় প্রাপ্ত সুযোগ গুলো কাজে লাগাতে পারলে আরও দুটো গোল বেশি দিতে পারতো। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি আদিত্য দেববর্মা, বিপ্লব সিংহ, বিশ্বজিৎ দাস ও অরিন্দম মজুমদার। দিনের খেলা: লাল বাহাদুর ব্যয়ামাগার ও টাউন ক্লাব, বিকেল সাড়ে তিনটায়, উমাকান্ত মিনি স্টেডিয়ামে।