উদ্বোধনের পর স্পন্সরর ঘোষণা টেকনো ইন্ডিয়া লীগ ফুটবল শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট।।টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল লীগ ২০২৩ এর উদ্বোধন হলো বুধবার। উমাকান্ত ময়দানে লীগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হলো ত্রিবেণী সংঘ ও জুয়েলস এসোসিয়েশন। ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। সঙ্গে ছিলেন টি এফ এ-র পেট্রন রতন সাহা, সভাপতি প্রণব সরকার, সচিব অমিত চৌধুরী , উদ্বোধক প্রাক্তন ফুটবলার তথা কোচ সুজিত ঘোষ সহ  অন্যান্যরা। অতিথিরা টি এফ এ-র পতাকা উত্তোলন করলেন। এরপর টি এফ এ-র তরফে পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে মন্ত্রীকে অভিবাদন জানালেন টি এফ এর সভাপতি। একে একে বাকি অতিথিদের ও বরণ করে নেয়া হলো টি এফ এর তরফে। বলে কিক করে টুর্নামেন্টের উদ্ভোধন করলেন প্রাক্তন ফুটবলার সুজিত ঘোষ। মন্ত্রী সুধাংশু দাসও তিন কাঠিতে কিক নিলেন। দুবারই গোল করতে সক্ষম হলেন মন্ত্রী বাহাদুর। উল্লেখ্য, বর্ণাঢ্য অনুষ্ঠানে ঘরোয়া চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্টের সূচনা হলেও স্পন্সরর হিসেবে টেকনো ইন্ডিয়া নিশ্চিত হতে কিছুটা দেরি হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর উদ্বোধনী ম্যাচ চলাকালীন সময়ে টিএফএ-র সচিব এ-ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টের মুখ্য স্পন্সরর হিসেবে টেকনো ইন্ডিয়ার নিশ্চয়তার কথা মৌখিকভাবে জানিয়ে টুর্নামেন্টের শিরোনাম টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল লীগ ফুটবল- এর কথা উল্লেখ করতে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *