আগরতলা, ২০ আগস্ট।। মহাত্মা গান্ধী গরীব ছিলেন না, এক বিত্তবান পরিবারের লোক ছিলেন তিনি। বিলেত থকে পড়াশোনা করেও এসেছিলেন। চাইলেই তিনি একটা কোট প্যান্ট পড়তে পারতেন।কিন্তু দেশের মানুষের জন্য তিনি আন্দোলনে ঝাপিয়ে পড়েছিলেন। সেই কারনেই তাকে জাতির জনক হিসেবে অভিহিত করা হয়েছে। রবিবার অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির সেন্ট্রাল জোনের সপ্তদশ তম দ্বি বার্ষিক রাজ্য সম্মেলনে এই কথা বলেছেন সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। রাজ্য দৃষ্টিহীনদের বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক সম্মেলনের আয়োজন করা হয়। সেই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়।এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, বামেরা রাজ্যের দৃষ্টিহীন দের উন্নয়নে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তবে বর্তমান সরকার দৃষ্টিহীনদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে। সামাজিক ভাতা সহ প্রদান করা হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতি যা তাদের প্রতিদিনকার জীবনযাত্রায় সাহায্য করবে। তিনি এদিন এও বলেন, বিগত সরকার দৃষ্টিহীনদের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাদের দিকে সাহাজ্যের হাত বাড়িয়ে দেয় নি। তবে বর্তমান সরকার তাদের পাশে রয়েছে বোলে জানান মন্ত্রী। এদিনের সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী শুক্লা দেববর্মা সহ অন্যান্যরা।