BRAKING NEWS

প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মজয়ন্তীকে সৎ ভাবনা দিবস হিসেবে পালন করল প্রদেশ কংগ্রেস দল

আগরতলা, ২০ আগস্ট।। ২০ আগষ্ট তথা রবিবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৯ তম জন্মজয়ন্তী যথাযথ মর্যাদার সাথে উদযাপন করল প্রদেশ কংগ্রেস দল। এদিন সৎভাবনা দিবস হিসেবে পালন করা হয়। প্রদেশ কংগ্রেস কর্মী সমর্থকরা আগরতলা সার্কিট হাউজ সংলগ্ন এলাকা থেকে এক পদযাত্রা শুরু করেন। পরে কংগ্রেস ভবনে এসে পতাকা উত্তোলন করে রাজীব গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে গান্ধীঘাটে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাংখল সহ কংগ্রেস দলের অন্যান্য কর্মী সমর্থকরা। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, জাতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে ভারতরত্ন রাজীব গান্ধীর ৭৯ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। কারণ তিনি দেশ সেবার জন্য প্রাসঙ্গিক। রাজীব গান্ধী দেশের যুবসমাজকে এগিয়ে নিয়ে যাওয়া স্বপ্ন দেখেছিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আরো বলেন, রাজীব গান্ধী ছিলেন শান্তির অগ্রদূত। এবং দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য আত্ম বলিদান দিয়েছেন। রাজীব গান্ধী পাশ্চাত্যের সাথে ভারত বর্ষকে তুলনা দিয়ে উন্নত ভারত এবং তথ্য প্রযুক্তি উন্নত ভারত গড়তে চেয়েছিল। এমনকি তৎকালীন সময়ে ভারতবর্ষে টেলি কমিনিকেশনকে নতুন দিগন্তের উন্মোচন করে দিয়েছিলেন বলে দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *