আগরতলা, ২০ আগস্ট।। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণকে সি ডব্লিউ সি-র সদস্য নিযুক্ত করায় ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে এই খবর জানানো হয়েছে। এদিকে আজই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস ওয়ার্কিং কমিটি (সিডব্লিউসি) গঠনের ঘোষণা করেছেন, যা দলের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা। এতে জায়গা পেয়েছেন শশী থারুর ও শচীন পাইলটও। দুজনই প্রথমবারের মত এতে অংশ নিচ্ছেন। এর মধ্যে সিডব্লিউসি সদস্য ৩৯ জন, ১৮ জন স্থায়ী আমন্ত্রিত, নয়জন বিশেষ আমন্ত্রিত সদস্য ছাড়াও পদাধিকারবলে সদস্য ও ভারপ্রাপ্ত সদস্যদের নিয়ে গঠিত হয়েছে এই কমিটি ।
সিডব্লিউসি-তে মল্লিকার্জুন খাড়গে ছাড়াও, সোনিয়া গান্ধী, ডক্টর মনমোহন সিং, রাহুল গান্ধী, অধীর রঞ্জন চৌধুরী, এ কে অ্যান্টনি, অম্বিকা সোনি, মীরা কুমার, দিগ্বিজয় সিং, পি চিদাম্বরম, তারিক আনোয়ার, লাল থানহাওলা, মুকুল ওয়াসনিক, আনন্দ শর্মা, অশোক চৌহান, অজয় মাকেন, চরণজিৎ সিং চান্নি, প্রিয়াঙ্কা গান্ধী ভঢরা, কুমারী সেলজা, গাইখাংগাম, এন রঘুবীর রেড্ডি, শশী থারুর, তাম্রধ্বজ সাহু, অভিষেক মনু সিংভি, সালমান খুরশিদ, জয়রাম রমেশ, জিতেন্দ্র সিং, রণদীপ সিং সুরজেওয়া, জিতেন্দ্র সিং দীপক বাবরিয়া, জগদীশ ঠাকুর, জিএ মীর, অবিনাশ পান্ডে, দীপদাস মুন্সি, মহেন্দ্রজিৎ সিং মালভিয়া, গৌরব গগৈ, সৈয়দ নাসির হুসেন, কমলেশ্বর প্যাটেল এবং কেসি ভেনুগোপাল।
স্থায়ী আমন্ত্রিত: বীরাপ্পা মইলি, হরিশ রাওয়াত, পবন কুমার বানসাল, মোহন প্রকাশ, রমেশ চেন্নিথালা, বি কে হরিপ্রসাদ, প্রতিভা সিং, মনীশ তেওয়ারি, তারিক হামিদ কারা, দীপেন্দ্র সিং হুডা, গিরিশ রায় চোদনকার, টি সুব্বারামি রেড্ডি, কে রাজু, চন্দ্রকান্ত হান্দোর, মীনাক্ষী নটরাজন, ফুলো দেবী নেতাম, দামোদর রাজা নরসিংহ এবং সুদীপ রায় বর্মণ।
বিশেষ আমন্ত্রিত: পল্লম রাজু, পবন খেড়া, গণেশ গোডিয়াল, কোডিকুনিল সুরেশ, যশোমতি ঠাকুর, সুপ্রিয়া শ্রীনেট, প্রণিতি শিন্ডে, অলকা লাম্বা, বংশী চাঁদ রেড্ডি।
পদাধিকারবলে সদস্য: শ্রীনিবাস বিভি সভাপতি আইওয়াইসি, নীরজ কুন্দন সভাপতি এনএসইউআই, নেট্টা ডি’সুজা সভাপতি, মহিলা কংগ্রেস সেবাদলের প্রধান সংগঠক লালজি দেশাই৷
ভারপ্রাপ্ত সদস্য : ডাঃ এ চেল্লাকুমার, ভক্ত চরণ দাস, ডাঃ অজয় কুমার, হরিশ চৌধুরী, রাজীব শুক্লা, মানিকম ঠাকুর, সুখবিন্দর রন্ধাওয়া, মানিকরাও ঠাকরে, রজনী প্যাটেল, কানহাইয়া কুমার, গুরদীপ সপ্পল, শচীন রাও, দেবেন্দ্র যাদব, মনীশ চতরথ।