BRAKING NEWS

গুড্ডিবাজ-এর ঘুড়ি উড়ানোয় রাজু-রাকেশ জুটি চ্যাম্পিয়ন, অ্যানিমেটরের প্রোগ্রামে পুরস্কার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট।। গুড্ডিবাজ আয়োজিত ঘুড়ি উড়ানো প্রতিযোগিতায় রাজীব কাইটস গ্রুপ তথা রাজু দেব ও রাকেশ ভট্টাচার্যের টিম চ্যাম্পিয়ন শিরোপা পেয়েছে। সমগ্র উত্তর পূর্বাঞ্চলের নিরিখে হারিয়ে যাওয়া ক্রীড়া সংস্কৃতি তথা ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতার একমাত্র আয়োজক হিসেবে অ্যানিমেটরের পৃষ্ঠপোষকতায় গুড্ডিবাজ নিঃসন্দেহে বেশ প্রশংসার দাবি রাখে। তৃতীয়বারের মতো এবারের আয়োজনে মহিলা গুড্ডিবাজেরও অংশগ্রহণ টুর্নামেন্টে অন্য মাত্রা বয়ে এনেছে। আট দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতা ১৩ আগস্ট রবিবার শুরু হয়ে আজ,  ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে তা শেষ হয়েছে। চূড়ান্ত লড়াইয়ে রাজীব কাইটস গ্রুপ, কাটি পতঙ্গ টিমকে ৬-০তে হারিয়ে সুদৃশ্য চ্যাম্পিয়ন ট্রফি এবং বিশাল অর্থ রাশির প্রাইজমানি জিতে নিয়েছে। শ্যামতনু মজুমদার ও কৌশিক সমাজপতির টিম কাটি পতঙ্গ ফাইনালে বিজিত তথা রানার্স খেতাবের স্বীকৃতি পেয়েছে। দুই সেমিফাইনালের বিজিত দুই দলের মধ্যে মনোরঞ্জন লড়াইয়ে বিপ্লব চক্রবর্তী ও দেবেশ দেবনাথ-এর রুদ্রাক্ষ-ওয়ান টীম সেকেন্ড রানার্স-আপের ট্রফি ও প্রাইজমানি পেয়েছে। আবির ভট্টাচার্য ও চয়ন বাউলের চিল্লার পার্টি প্রাইম তৃতীয় স্থানের পুরস্কার পেয়েছে। ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পেয়েছেন রাকেশ ভট্টাচার্য। ১৩ আগস্ট সকালে বাধারঘাটে মাতৃপল্লীস্থিত এগ্রিকালচার মাঠে আরবান সদর ডিস্ট্রিক্ট কমিটির প্রেসিডেন্ট অসীম ভট্টাচার্য, সচিব সুব্রত চক্রবর্তী, বুথ প্রেসিডেন্ট সমাজ সেবক তপন ঘোষ, ওবিসি স্টেট কমিটির সদস্য রতন ঘোষ প্রমূখ উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে পৌরহিত্য করেন প্রাক্তন ক্রিকেটার সমীর সমাজপতি। টুর্নামেন্ট পরিচালনা এবং ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন বিশিষ্ট সাংবাদিক সুপ্রভাত দেবনাথ। সহযোগিতায় ছিলেন আবির পাল। উল্লেখ্য, বিজয়ীদের আগামী ২৬ আগস্ট, শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবন অ্যানিমাটর এ-কিউব ৫.০ আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। অ্যানিমেটরের সিইও তথা গুড্ডিবাজ টিমের পক্ষ থেকে কৌশিক সমাজপতি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি আগামী ২৬ আগস্ট বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রখ্যাত ইমন মিউজিক্যাল ব্যান্ড এর সাংস্কৃতিক সন্ধ্যায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *