নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.): আমেঠি থেকেই লড়বেন রাহুল গান্ধী। কংগ্রেসের পক্ষ থেকে এই ঘোষণার পরই হাত শিবিরের বিরুদ্ধে তোপ দাগল বিজেপি। বিজেপি নেতা মুক্তার আব্বাস নকভি বলেছেন, “কংগ্রেস আমেঠিকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করে, কিন্তু মানুষ তাঁদের ক্ষমা করবে না।”
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুক্তার আব্বাস নকভি বলেছেন, “কংগ্রেস আমেঠি নির্বাচনী এলাকাকে নিজেদের পরিবারের ব্যক্তিগত সম্পত্তি হিসাবে মনে করে এবং জনগণকে চুইংগামের মতো চিবিয়ে চলেছে। কিন্তু, এখন মানুষ তাদের ক্ষমা করবে না।”
প্রসঙ্গত, শুক্রবার উত্তর প্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রাই ঘোষণা করেন, ২০২৪-এর লোকসভা ভোটে রাহুল গান্ধী আমেঠি থেকেই লড়বেন। এই প্রেক্ষিতে আমেঠির বর্তমান সাংসদ স্মৃতি ইরানিকেও কটাক্ষ করেন তিনি। আমেঠিতে রাহুল জয়ী হবেন বলেই আত্মবিশ্বাসী হাত শিবির। শনিবার কংগ্রেস নেতা রশিদ আলভী বলেছেন, “যদি রাহুল গান্ধী আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে স্মৃতি ইরানির জামানত জব্দ হবে। তিনি আমেঠি ছেড়ে যেতে পারেন, কিন্তু আমি বিজেপিকে অনুরোধ করি, তাকে পালাতে দেবেন না… প্রিয়াঙ্কা গান্ধী যদি বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, প্রধানমন্ত্রী মোদী ফিরে যাবেন গুজরাট এবং তিনি বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।”