শ্রীনগর, ১৯ আগস্ট (হি.স.): পবিত্র অমরনাথ গুহা থেকে ফেরার পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। পা পিছলে প্রায় ৩০০ ফুট নীচে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক পুণ্যার্থীর। মৃতের নাম-বিজয় কুমার শাহ (৫০)। তাঁর বাড়ি বিহারের রোহতাস জেলার টুম্বা গ্রামে। পবিত্র অমরনাথ গুহা থেকে ফেরার সময় কালীমাতার কাছে পা পিছলে ৩০০ ফুট নীচে পড়ে যায় সে।
শনিবার সকালে জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, পবিত্র অমরনাথ গুহা থেকে ফেরার সময় কালীমাতার কাছে পা পিছলে ৩০০ ফুট নীচে পড়ে যান এক পুণ্যার্থী। ওই তীর্থযাত্রীকে মাউন্টেন রেসকিউ টিম এবং সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার করেছিল, কিন্তু পরে সে মারা যায়। ওই পুণ্যার্থীর বাড়ি বিহারের রোহতাস জেলায়।